প্রতিবাদ, বিক্ষোভ

সরকারে নতুন উপদেষ্টার নিয়োগে সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লাল প্রোফাইল’ আন্দোলন পুনরায় জোরদার

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৪:০১:৫৩ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক : গত ৫ আগস্ট বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া নজিরবিহীন গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটেছে। কিন্তু আন্দোলনের সমর্থকরা অভিযোগ করছেন যে এখনও স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এই অভিযোগে ‘যুদ্ধ এখনও শেষ হয়নি’ বলে জানাচ্ছেন আন্দোলনের সাথে যুক্ত সমন্বয়ক, শিক্ষার্থী এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা আবারো তাদের ফেসবুক প্রোফাইল ছবি লাল করেছেন।

গত রোববার (১০ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারে নতুন উপদেষ্টা হিসেবে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও তিনজনের নিয়োগের পর আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। তাদের পূর্ববর্তী বিতর্কিত কর্মকাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য এই ঘটনার প্রতিবাদে ফেসবুক প্রোফাইল লাল করার আহ্বান জানান। তিনি লিখেন, “জুলাই শেষ হয় নাই। আসেন আমরা আমাদের প্রোফাইল ফটো আবারো লাল করে রাখি।” এই আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অনেকে তাদের প্রোফাইল ছবি লাল করেন। সোমবার (১১ নভেম্বর) হাসনাত তার প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লেখেন, “সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।”

আন্দোলনের এই প্রতীকী প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি উপদেষ্টাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ১১টি প্রশ্ন উত্থাপন করেন, যেখানে উল্লেখ করেন কেন আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছাত্র-জনতার কোনো প্রতিনিধিত্ব নেই। তিনি আরও প্রশ্ন করেন, “উল্লেখযোগ্য সংখ্যক রিকশাচালক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন, কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব সরকারে নেই কেন?”

এর আগে চট্টগ্রামে ‘তাওহিদি ছাত্র জনতা’ ব্যানারে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যা পরবর্তীতে পুলিশ দ্বারা বাধাগ্রস্ত হয় এবং পাঁচজনকে আটক করা হয়।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ও ছাত্র-জনতার ওপর নির্বিচারে নির্যাতন ও হত্যার প্রতিবাদে অনেকেই তাদের ফেসবুক প্রোফাইল ছবি লাল করেছিলেন।

Author

আরও খবর

Sponsered content