সাভার প্রতিনিধি : সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক গেন্ডা এলাকায় বরগুনার পাথরঘাটার প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর মালিকানাধীন মধুমতি টাইলস কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর রাতে সশস্ত্র মুখোশধারী একদল ডাকাত কারখানায় হানা দিয়ে নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা অফিস থেকে নগদ ৫০ লাখ টাকা, শ্রমিকদের মোবাইল ফোন, মেশিনসহ মূল্যবান মালামাল লুট করে। লুট করা মালামাল দুটি ট্রাক ও একটি মাইক্রোবাসে করে নিয়ে পালিয়ে যায়।
কারখানার কর্মকর্তা সেলিম বলেন, “ডাকাতরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযান চালায়। আমরা ভোর রাতেই পুলিশকে খবর দিয়েছি।”
ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ কারখানাটি পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, এ বিষয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের চিহ্নিত করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী এই ধরনের ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও লুট হওয়া সম্পদ উদ্ধার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছে তারা।