উৎসব অনুৃষ্ঠান

মুক্তকথন নিউজ’র দৃষ্টিতে জাহান আইডিয়াল স্কুলের ক্লাসপার্টি

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৪ , ৫:০৪:২৭ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি : রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে অবস্থিত জাহান আইডিয়াল স্কুলের প্রধান শাখায় দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়ে গেলো ২৮ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার।

 

বিস্তারিত খবরে জানা গেছে, বছরের শেষ প্রান্তে এসে বরাবরের মতোই এই বছরেও আনন্দ উৎসব উপলক্ষ্যে এ ক্লাস পার্টি আয়োজিত হয়। সকাল দশটার পর পরই যথা সময়ে সুর ললিত কন্ঠে কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত স্কুলের প্রিন্সিপাল এইচ এম সাইফুল ইসলাম। উপস্থাপনার দায়িত্ব পালন করেন শিক্ষিকা ফারহানা ইয়াসমিন নূর। সামগ্রিক অনুষ্ঠানটি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড:কাজী তাইফ সাদাতের অনুপ্রেরণা ও পরিচালনায় আয়োজন করা হয়।জানা যায়, মূলত : জাহান আইডিয়াল স্কুলের ১৪টি শাখা (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) এবং জাহান ইন্টারন্যাশনাল স্কুলের ২৭টি শাখা (ইংলিশ মিডিয়াম) এবং নেক্সাস ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন ড: কাজী তাইফ সাদাত।

 

সরেজমিনে দেখা যায়,প্রিন্সিপাল এইচ এম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এবং শিক্ষিকা ফারহানা ইয়াসমিন নূর এর উপস্থাপনায় পর্যায়ক্রমে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় চলে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একের পর এক ছড়া, কবিতা, গান ও নাচ পরিবেশনায় উপভোগ্য হয়ে ওঠে উক্ত ক্লাস পার্টি।আরও সঙ্গীত পরিবেশন করেন উক্ত স্কুলের সংগীত শিক্ষক শোয়েব হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা। সাথে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীগণ।

 

উক্ত অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন ধাপে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় ।শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, সুবর্ণা মল্লিক ও ফারহানা ইয়াসমিন শান্তা (২০২৩ ইং সালের শ্রেষ্ঠ শিক্ষিকা),শৈবালি সুলতানা(২০২৩ ইং সালের শ্রেষ্ঠ উপস্থিতি)এবং মুনিয়া আক্তার মিষ্টি (২০২৩ ইং সালের শ্রেষ্ঠ মতবিনিময় কারী)।পরবর্তীতে কেক কাটা এবং সম্মিলিতভাবে নাচে, গানে পুরোপুরি আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে স্মৃতিময় হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি ।এটি ছিল উক্ত স্কুলের চতুর্থতম ক্লাস পার্টি ।

 

প্রিন্সিপাল এইচ এম সাইফুল ইসলামের কাছে জানা যায়, জাহান আইডিয়াল স্কুল বর্তমান যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাপনায় সকল শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা, নৈতিকতা,চিন্তা-চেতনার প্রসার ও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিসহ এক নতুন দিগন্তের সূচনায় বদ্ধপরিকর। আরো জানা যায়, জাহান আইডিয়াল স্কুলের মোট ১৪টি শাখার মধ্যে প্রধান শাখা হচ্ছে উত্তরা ১৪নং সেক্টরের অত্র শাখাটি যা প্রিন্সিপাল সাইফুল ইসলাম দক্ষতার সাথে পরিচালনা করে ইতিমধ্যেই প্রচুর সুনাম ও সম্মানের অধিকারী হয়েছেন।

 

অনুষ্ঠানের বিশেষ লক্ষ্যণীয়,গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য আরেকটি দিক হচ্ছে, সকাল ১০ঃ৩০ থেকে শুরু হয়ে নির্ধারিত সঠিক সময়ে অর্থাৎ ঠিক যোহরের পূর্বেই মধ্যাহ্ন ভোজ ও উপহার প্রদানের মধ্য দিয়ে শেষ করে সুচারু ও চৌকস ভাবে সময় ব্যবস্থাপনার এক উজ্জ্বল ও জ্বলন্ত দৃষ্টান্ত দেখাতেও সক্ষম হয় যা সকলের জন্যই শিক্ষণীয়, অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

Author

আরও খবর

Sponsered content