” শেষপাতে দই “
আব্দুর রউফ ৷
বেলডাঙ্গা-মুর্শিদাবাদ
বইছে হাওয়া শন্ শন্ শন্
শীত নামলো কন্ কন্ কন্ ৷
কাঁপছে বুড়ি ঠক্ ঠক্ ঠক্
চাদর জড়িয়ে বক্ বক্ বক্ ৷
খেঁজুরগুড়ে মাছি, ভন্ ভন্ ভন্
গুড়খেয়ে মাথাঘোরে,বন্ বন্ বন্ ৷
চললে কোথায় খুড়ো, হন্ হন্ হন্?
বেড়েছে বাতের ব্যাথা, টন টন টন।
ফুলেদের কানে অলি,গুন গুন গুন,
খুকু হাতে খেলনা, ঝুন্ ঝুন্ ঝুন্ ৷
খুকু যাবে মামাবাড়ি, তাই তাই তাই,
সুকুমার কয় – কেন ? খাই খাই খাই ৷
সাঁঝেচরে হাঁসফেরে,প্যাঁক প্যাঁক প্যাঁক
কি সুন্দর পূর্ণিমা চাঁদ,দ্যাখ দ্যাখ দ্যাখ ৷
বুড়ো দাদু কাশছে, খক্ খক্ খক্
কাঠঠোকরা কাঠঠোকে, ঠক্ ঠক্ ঠক্ |
মাঝ রাতে পাড়াতে চোর,হৈ হৈ হৈ
জেগে ওঠে মানুষজন,কই কই কই ?
সতর্ক করেছিল মেজদা -পই পই পই
দইওয়ালা হেঁকে যায় – দই দই দই ৷