সারাদেশ

বন্ধু হাতে আবারও বন্ধু খুন -তারাকান্দা উপজেলা

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৪ , ১২:১৬:০২ প্রিন্ট সংস্করণ

তারাকান্দায় কথা কাটাকাটির এক পর্যায়ে চাক্কুর আঘাতে মাসুদ নামের এক যুবক খুন হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিষকা ইউনিয়নের বাথুয়াদী মোড়ে এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়ার সময় চাঁন্দের বাজার থেকে হত্যাকারী জহিরুল ইসলাম জহির কে গ্রেফতার করেছে পুলিশ।
তারাকান্দা থানার ওসি মোঃ ওয়াজেদ আলী জানান নিহত মাসুম ও খুনি জহির দু’জনেই ছিল মাদকসেবী ও বন্ধু।

নিহত যুবক মাসুদ ওরফে মাজু ড্রাইভার উপজেলার বিষকা ইউনিয়নের বাথুয়াদী এলাকার আবদুল কাদিরের ছেলে এবং হত্যাকারী জহিরুল ইসলাম জহির একি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে

Author

আরও খবর

Sponsered content