রাজনীতি

মধ্যরাতে সচিবালয়ে আগুন: ফায়ার ফাইটার আহত

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ , ১:১০:৫২ প্রিন্ট সংস্করণ

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন;

মুক্তমুক্তকথন ডেস্ক :  রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ করতে গিয়ে একজন ফায়ার ফাইটারের ওপর দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি উঠে গেছে। এতে ওই ফায়ার ফাইটার গুরুতর আহত হন। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত সচিবালয়ে থাকা দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ১৬টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।

Author

আরও খবর

Sponsered content