মুক্তকথন ডেস্ক : শীতের আগমনে রাজধানীর সবজির বাজারে লেগেছে স্বস্তির ছোঁয়া। কয়েক সপ্তাহ আগের চড়া দামের সবজি এখন ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে। মৌসুমের প্রভাব এবং নতুন ফসলের আমদানি বাড়ায় অধিকাংশ সবজির দাম কমেছে। তবে মৌসুম না হওয়ায় পটল, করলা এবং বরবটির মতো কিছু সবজির দাম এখনও তুলনামূলক বেশি রয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, গাজর ৫০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, শালগম ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা, পাকা টমেটো ৬০ টাকা, এবং মুলা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মহাখালী বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আনিসুজ্জামান আইনিস বলেন, “বাজারে অন্যান্য জিনিসের তুলনায় সবজির দাম কম। দুই সপ্তাহ আগের তুলনায় অনেক সবজির দাম এখন বেশ সাশ্রয়ী।”
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা শহিদুল ইসলাম জানান, “বেশিরভাগ সবজির দামই কমে গেছে। মৌসুম না হওয়ায় কিছু সবজির দাম এখনও বেশি। তবে সবজির কম দামে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন এবং আমাদের বিক্রিও আগের তুলনায় বেড়েছে।”
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, “শীতের প্রভাব পড়েছে সবজির বাজারে। নতুন ফসল বাজারে এলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে কারওয়ান বাজারের তুলনায় খুচরা বাজারে দাম কিছুটা বেশি, কারণ পরিবহন ও অন্যান্য খরচ যোগ হয়।”
সব মিলিয়ে, শীতের শুরুর এই সময়টায় সবজির বাজারে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই। নতুন ফসল উঠতে থাকলে বাজার আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।