মুক্তকথন ডেস্ক : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। বাংলাদেশ সময় সকাল ৭টা ৫ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎস নেপালের উত্তরে তিব্বতে, যা লোবুচে শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
শক্তিশালী এই ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে। বিশেষ করে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর এটিকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে মনে করা হচ্ছে।
বাংলাদেশে ভূমিকম্পটি বেশ তীব্রভাবে অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমিকম্প দক্ষিণ এশিয়ার ভূগর্ভীয় গতিশীলতার একটি নতুন ইঙ্গিত। ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।