জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন, আহ্বায়ক ও সদস্যসচিবের ছাত্রত্ব নেই

ভ্রাম্যমাণ প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচের) শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের (৪০ ব্যাচের) শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্যসচিব করা হয়েছে। তাদের দুজনই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। একজনেরও ছাত্রত্ব নেই।

বুধবার (০৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো। ১৭৭ সদস্যের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘোষিত কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি। দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, ফ্যাকাল্টি এবং বিভাগ কমিটি গঠন করে সন্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবো।’

ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বশেষ (সোহেল-সৈকতের নেতৃত্বে ১৯ সদস্যবিশিষ্ট) কমিটি গঠিত হয়। এরপর এই বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির আর কোনও কমিটি হয়নি। পরে ২০২১ সালের ১৫ অক্টোবর পাঁচটি কলেজ ও চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।

Author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *