সাভার প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন আগুনে পুড়ে মারা গেছেন এবং বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে আগুন দ্রুত একটি বাসে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সেটি পেছনের আরেকটি বাসে ছড়িয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বাসের অধিকাংশ যাত্রী আগুন লাগার পরপরই বাস থেকে নেমে পড়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান। আহত সাতজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রাও বেশ কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যান।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানান, অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা সড়ক নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এনেছে। স্থানীয় প্রশাসন ও সেবা সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় প্রশংসিত হয়েছেন।