শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক শিমুল হত্যার ৮ম বার্ষিকী পালিত

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ প্রতিনিধি:  শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সমকাল পত্রিকার প্রয়াত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার ৮ বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের স্বর্ণপট্টীতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে সভাপতি রাজিব আহমেদ রাসেল এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হত্যা বার্ষিকী পালিত হয়।

কর্মসূচির শুরুতেই সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে। পরে প্রতিবাদ সভা ও প্রয়াত সাংবাদিক শিমুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক তালুকদার প্রমুখ। এছাড়াও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলো।

এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শিমুলকে হত্যার ৮ বছর পেরিয়ে গেলেও বিচার কাজ এখনো শুরু হয়নি। তারা দ্রুত সাংবাদিক শিমুল হত্যায় জড়িতদের বিচার ও সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন।

পরে নিহত সাংবাদিক শিমুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ নাজমুল ইসলাম।

উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের ২ গ্রুপ সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু ও ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদের গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় চোখ গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক শিমুল মারা যায়।

Author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *