“পুরোহিতের আকাল”
অরবিন্দ সরকার
স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।
ব্রহ্ম জ্ঞান আছে যাঁর, ব্রাহ্মণ পণ্ডিত,
পৈতা বের করে পূজা, তিনি পুরোহিত,
সরস্বতীর বন্দনা, ঘরে ঘরে ঋত,
পুরোহিতের আকালে, ব্যবস্থা বিহিত।
লগ্ন কাল বিধি মেনে, আচার উচিত,
পঞ্চমী তিথি পরেই,ঘট নাড়িয়ে চিৎ,
বিসর্জনের শঙ্খে ফুঁ , ছুঁয়ে উপবীত,
সময় পারে থাকে না, জ্ঞান হিতাহিত!
পাড়ায় পাড়ায় পূজা,খেলাটা চু কিৎ কিৎ,
তিন তুড়িতে হাসিল, তেড়ে ফুঁড়ে গীত,
ডি,জের,তালে মাতাল,ফেরেনা সম্বিত,
পুষ্পাঞ্জলি মন্ত্রপাঠে, সুদক্ষিনার জিৎ।
সম্বৎসর ফাঁকি মেরে,ভক্তির ইঙ্গিত,
ইচ্ছাপূর্ণ ফেল রদে, রাজ্যে দারুন ভিৎ।