খালিদ বিন শওকত, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে।
সংঘর্ষের ঘটনা ভিডিওধারন করায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার মিরপুর প্রতিনিধি আশিক আলীর মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে নগদ টাকা ছিনতাই এবং বাড়িঘর ভাংচুর-লুটপাট করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার ( ২৮ জানুয়ারী) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের রামনগর ও বেশিনগর গ্রামের দুইটি টিমের মধ্যকার খেলা চলাকালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায় – বিকেলে স্থানীয় একটি মাঠে রামনগর ও বেশীনগর গ্রামের দুইটি ক্রিকেট দলের মধ্যে খেলা নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় দৈনিক ভোরের চেতনা পত্রিকার মিরপুর প্রতিনিধি আশিক আলী গোপনে ভিডিওধারন করছিলেন। ভিডিওধারনের এক পর্যায়ে একটি পক্ষ বিষয়টি টের পেয়ে সাংবাদিক আশিকের উপর হামলা চালিয়ে তার মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে এবং তার মানিব্যাগ হতে নগদ ২৮হাজার টাকা ছিনিয়ে নেয়।এ ঘটনায় প্রতিবাদ জানালে ৩০/৪০ জনের একটি গ্রুপ সাংবাদিক আশিকের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা,স্বর্ণালংকার ও দামী জিনিসপত্র নিয়ে যায়। পুরো বাড়ির ব্যবহারিক জিনিসপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
সাংবাদিক আশিক জানান- আমি সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছি এবং আমার বাড়িঘর ভাংচুর করে লুটপাট করা হয়েছে।হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত আছে,প্রশাসনের কাছে অনুরোধ, তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান – খেলাধুলা নিয়ে রামনগরে একটি সংঘর্ষের ঘটনা আমি শুনেছি,তবে কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।