“গোলাপ নিধন যজ্ঞে মত্ত”
অরবিন্দ সরকার
স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।
গোলাপ নিধন যজ্ঞ,ভালোবাসা দিনে,
মুরগি জবাই হয়, খেসারত গুনে,
কাঁটার বন্ধনে ঘেরা, সুগন্ধি বাগানে,
প্রস্ফুটিত রং বাহারে, ভ্রমর গুঞ্জনে।
ভাব আদান প্রদানে,মৌমাছি গোপনে,
পরাগ মিলনে নেশা, মধু আহরণে,
নানা বর্নের গোলাপ, ফোটে সন্ধিক্ষণে,
অকালে মৃত্যু বরণ,লাঞ্ছনা নির্জনে।
বাগানে আঁধার নামে,ফোঁটা ফুল বিনে,
কি পাপ করেছে ফুল? মৃত্যু ছিঁড়ে টেনে,
ফুলসজ্জায় বিছানো, গোলাপ কি জানে?
রূদ্ধ দ্বারে মৃত্যু তার, প্রেমের পার্বনে।
মানানসই পতঙ্গ, ফুল পাখি বনে,
ধ্বংস লীলা প্রকৃতির, বাঁচবে কেমনে?