সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি: মধ্যরাতে পটিয়া উপজেলার শাহগদী মার্কেটের সামনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার রাত আনুমানিক ২:৪৫ মিনিটে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন ৯নং জঙ্গলখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহগদী মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহন এবং বিপরীত দিক থেকে আসা শাহ আমীন পরিবহনের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের নির্জন সড়কে উভয় বাসই দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বিকট শব্দে ধাক্কা লাগার পর মুহূর্তেই এলাকার লোকজন ছুটে আসে এবং বিষয়টি পুলিশকে জানায়।
পটিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত উভয় বাস হেফাজতে নেয়। পুলিশ জানায়, দুর্ঘটনায় তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, “দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বাস চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, শাহগদী মার্কেটের এই অংশে প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তাই প্রশাসনের পক্ষ থেকে এখানে বাড়তি নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন