আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২৫) দিবাগত রাতে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরীফুজ্জামান আকন্দ রানা (৫৪) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, আমিনুল ইসলাম রিপন (৫০) উপজেলার সরিষা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ও মাহফুজুল ইসলাম সুজন (৩৮) ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়।