সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোঃ আসিফুজ্জামান আসিফ: অগ্নি দুর্ঘটনা ঝুঁকি মোকাবেলায় অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করছে দারুল এহসান ট্রাস্ট।
আগামীকাল শনিবার সকাল সাড়ে ১১টায় সাভার আশুলিয়া শ্রীপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন দারুল ইহসান ট্রাস্ট কর্তৃক পরিচালিত, তাহফিজুল কুরআনিল করিম ফাযিল (স্নাতক) মাদরাসা এবং তদসংলগ্ন শ্রীপুর পাইকারী কাপড় বাজারে এ মহড়া পরিচালনা করবে সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-জনতা এ মহড়ায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দারুল এহসান ট্রাস্ট উক্ত তাহফিজুল কুরআনিল করিম ফাযিল (স্নাতক) মাদরাসা ও কাপড়ের মার্কেটটি পরিচালনা করে আসছে।
এ প্রতিষ্ঠানের সাথে সহস্রাধিক শিক্ষার্থী ও ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীদের জীবন-জীবিকার সংশ্লিষ্টতা রয়েছে।