উৎসব অনুৃষ্ঠান

ঢাকায় দারুল আশরাফ মাদ্রাসায় ফুজালা সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:০১:৩৬ প্রিন্ট সংস্করণ

শোয়েব হোসেন : ১০ই ফেব্রুয়ারী রোজ সোমবার বাদ এশা রাজধানীর দক্ষিণখান এলাকার দারুল আশরাফ মাদরাসায় ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত খবরে জানা যায়, রাজধানীর দক্ষিণখানের হজ্জক্যাম্প সংলগ্ন দারুল আশরাফ মাদ্রাসায় উক্ত সম্মেলন আয়োজন করে আল আশরাফ ফুযালা পরিষদ।
আলোচকরা জানান, উক্ত মাদ্রাসার বিরুদ্ধে বহু বছর যাবত নানান চক্রান্ত চলছে। একটি শক্তিশালী চক্র এই মাদ্রাসা উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু, কেউই টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তাছাড়াও মাদ্রাসাকে টিকিয়ে রাখার পাশাপাশি ভবিষ্যতের উন্নয়ন মুলক পরিকল্পনা ও কর্মসুচী নিয়ে বিভিন্ন বক্তব্য রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার(সভাপতি, উলামা আইম্মা পরিষদ, ৪৯ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি করপোরেশন),মো: সাইদুল ইসলাম(প্রধান অতিথি),মাওলানা আহমাদ শফী(বিশেষ অতিথি) প্রমুখ। আহবায়ক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা আমীর উদ্দিন ফয়েজী(প্রতিষ্ঠাতা মুহতামিম,দারুল আশরাফ মাদ্রাসা) এবং মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন ছাত্ররা। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় মসজিদ-মাদ্রাসার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ,স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগন।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দুয়া খায়ের ও ভোজন পরিবেশিত হয়।

Author

আরও খবর

Sponsered content