সারাদেশ

নাশকতা বিস্ফারক হত্যাচেষ্টা ও অস্ত্র মামলায় দুর্গাপুরে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ সাতজন গ্রেফতার

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৫০:৪৭ প্রিন্ট সংস্করণ

মোঃ শাহাবুদ্দিন (রাজশাহী) বিভাগীয় প্রধান : রাজশাহীর দুর্গাপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি ও অস্ত্র মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাগেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে ৪আগষ্ট নাশকতা, বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান আলী ও অস্ত্র মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন আলী(৩৮), ঝালুকা গ্রামের যুবলীগ নেতা আব্দুস ছালাম, মাড়িয়া গ্রামের ছাত্রলীগ নেতা মিঠুন আলী ( ৩৮), জয়নগর গ্রামের আওয়ামী লীগ নেতা মনছুর রহমান (৫০), ফৌজদারি মামলায় গোড়খাঁই গ্রামের আ: কাজি (৪৮), মাদক মামলায় বাজুখলসি গ্রামের শফিকুল ইসলাম (৫৬) ও ওয়ারেন্ট মামলায় মাড়িয়া গ্রামের মকছেদ আলী (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে দুর্গাপুর থানার ওসি দূরুল হোদার দিকনির্দেশনায় এসআই রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানে, অস্ত্র, নাশকতা, মাদক, ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.দূরুল হোদা বলেন, বিভিন্ন মামলায় পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content