বিনোদন

শেষ যাত্রা” অরবিন্দ সরকার

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:০১:৫০ প্রিন্ট সংস্করণ

 

“শেষ যাত্রা”
অরবিন্দ সরকার
স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।

 

মোবাইল হাতে নিয়ে, সংযোগ শ্রবণে,
তারে তারে ছয়লাপ,গলা বুক কানে,
রাস্তায় গমন কালে, মোবাইল পানে,
কোথায় চরণ তার,দেখেনা নয়নে।

অন্ধকারে পথ হাঁটা,পা অসাবধানে,
ডান বামে লক্ষ্য নেই,ফেরেনা পেছনে,
গাড়ীর হর্ণ শোনেনা, শুনবে কেমনে?
কানে তালা মারা যন্ত্র,পা ভাঙবে ড্রেনে।

রাজপথে মাঝে পিষ্ট,দ্রুততর যানে,
মাথা দেহ ছিন্নভিন্ন,জীবন শ্মশানে,
বেঁচে থাকার ইচ্ছেটা,পূরণ মরণে,
বাপ্ মায়ের অবাধ্য,বাক্য নাহি শোনে!

একমাত্র মোবাইল, শবযাত্রা দিনে,
পিতৃপুরুষ তর্পণ, অভাগা কি জানে?

Author

আরও খবর

Sponsered content