অভিযান

পটিয়ায় জমির টপ সয়েল কাটার সময় ৫০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:১৭:৫১ প্রিন্ট সংস্করণ

সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় জমির টপ সয়েল কাটার সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক জরিমানার আওতায় এনে আসামি মোঃ জামাল উদ্দীনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিযানে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট মোঃ জামাল উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করে। তিনি উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বলির বাড়ির মৃত আবু সৈয়দের পুত্র।

বুধবার সকালে পটিয়া থানাধীন রশিদাবাদ আব্দুল মোতালেব চৌধুরী জামে মসজিদ সংলগ্ন মালেকশাহের জমিতে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান, অবৈধভাবে জমির টপ সয়েল কেটে উর্বরতা নষ্ট করা ও রাস্তাঘাটের ক্ষতি করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, যেকোনো এলাকায় অবৈধভাবে মাটি কাটলেই প্রশাসনের অভিযান চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

Sponsered content