সারাদেশ

ঢাকা ধামরাইয়ে আলাদিন পার্কে পিকনিকে আসা শিক্ষার্থীদের সঙ্গে পার্কের স্টাফদের সংঘর্ষ, আহত ২০জন

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১:২৩:২০ প্রিন্ট সংস্করণ

সিনিয়র ষ্টাফ রিপোর্টার,  আসিফুজ্জামান আসিফ :  ঢাকার ধামরাইয়ের আলাদিন পার্কে পিকনিকে আসা শিক্ষার্থীদের সঙ্গে পার্কের স্টাফদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আজ বুধবার বিকালে ধামরাইয়ের আলাদিন পার্কের ভিতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর মিরপুরের বনফুল আদিবাসি গ্রীনহার্ট কলেজ থেকে আলাদিন পার্কে পিকনিকে আসে শিক্ষার্থীরা। দুপুরের পর সুইমিংপুল পুলের লকার থেকে শিক্ষার্থীদের মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় বলে দাবি করেন শিক্ষার্থীরা। এসময় পার্কের স্টাফদের সঙ্গে শিক্ষার্থীদের প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে বিকালের দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ শিক্ষার্থী ও পার্কের স্টাফসহ অন্তত ২০ জন আহত হয়। পরে তাদের সাভার ও ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের শিক্ষিকা মরিয়ম জামিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য জাকিদুল ইসলাম জানান, পার্কের স্টাফদের হামলায় তাদের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া পার্ক কর্তৃপক্ষ তাদের পিকনিকের অন্তত ১০টি বাস ভাঙচুর করেছে। এ ঘটনায় তারা থানায় একটি মামলা দায়ের করবেন।

এদিকে, আলাদিন পার্কের ডিরেক্টর রিফাত মাহমুদের দাবি সুইমিংপুল পুলের লকার থেকে জিনিসপত্র খোয়া যাওয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীরা স্টাফদের ওপর হামলা ও পার্কে কয়েক দফায় ভাঙচুর চালালে স্থানীয়রা একত্রিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনিসহ থানার একাধিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Author

আরও খবর

Sponsered content