ছিন্তাই অপহরণ

বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধর করল বিএসএফ, আহত ৫

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১:২৭:০৪ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- আশির্বাদ রহমানঃ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্তের ৯৩০ মেইনপিলারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে ভারতের ১৩৮ নারায়নগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিএসএফের মারধরের ঘটনায় ৫ বাংলাদেশি আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- শামসুল, জাবেদ আলী, তাজুল ইসলাম, কাশেম আলী ও রিপন। আহতরা সবাই সীমান্তবর্তী কৃঞ্চনন্দ বকসী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে। পরে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।

Author

আরও খবর

Sponsered content