আখলাক হোসাইন, সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাজারে জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদ ও ফতেপুর বাজারের ব্যবসায়ী শামীম আহমদকে ষড়যন্ত্র মূলক ভাবে ডেভিল সাজিয়ে গ্রেফতার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫.০০টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদের সভাপতিত্বে ও
৬নং ফতেপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনীতিবিদেরা উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষ পর্যন্ত প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিনহাজ উদ্দিন তার বক্তব্যে বলেন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (গণিত) সালেহ আহমদ ও তার সহোদর ভাই ফতেপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদকে আমি ছোট কাল থেকে চিনি, তারা কখনও কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, এমনকি তাদের পিতা জালাল উদ্দিনও কোন রাজনীতির সাথে জড়িত নন। এবং সংশ্লিষ্ট বিষয়ে তাদের কোন সম্পৃক্ততা নেই। এরপরও খবর পেলাম তার উপর ষড়যন্ত্র মূলক ভাবে রাজনৈতিক মামলা দেয়া হয়েছে। এই সব ষড়যন্ত্র মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
৬নং ফতেপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’ ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। যিনি বর্তমানে দলের কোন পদ পদবীতে নেই। পারিবারিক ভাবে তাদের সাথে হারুনুর রশিদের দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (গণিত) সালেহ আহমদ ও তার সহোদর ভাই ফতেপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদকে ষড়যন্ত্র মূলক ভাবে রাজনৈতিক মামলায় জড়িয়ে দেয়। এটা খুবই নেককরজনক ঘটনা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অতি দ্রুত মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি করার দাবী জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃত ডেভিলরা সমাজে এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর পারিবারিক জেরে সহজ সরল মানুষদেকে ডেভিল সাজিয়ে গ্রেফতার করে মূলত “অপারেশন ডেভিল হান্ট” কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এহেন অবস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। বিশেষ করে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (গণিত) সালেহ আহমদ ও তার সহোদর ভাই ফতেপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ত না থাকা সত্বেও পারিবারিক বিরোধের জেরে প্রদত্ত মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবী জানান তারা।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপির গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল করীম শিকদার, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওলীউর রহমান, জৈন্তাপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান এস.ইউ সাদ্দাম, জাতীয়তাবাদী দল বিএনপি ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড সদস্য এখলাসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শ্রমিক দলের সভাপতি লোকমান আহমদ, কৃষক দলের সভাপতি, কামরুল ইসলাম মেম্বার, সাংবাদিক মোঃ ইসলাম আলী, যুবসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজির আহমদ, মিডিয়া ব্যক্তিত্ব এমআর নোমান, জাতীয়তাবাদী ছাত্রদল ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা আখলাক হুসাইন, জামাতে ইসলামি ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মিছবা উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালমান হোসাইন, ইসলামি আন্দোলন সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন।
৬নং ফতেপুর ইউনিয়ন চাকুরিজীবী ঐক্য পরিষদের দায়িত্বশীল মাস্টার ফয়সল আহমদ, মাস্টার আল আমিন, মাস্টার সেলিম উদ্দিন প্রমুখ।