কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পিহর ভূইয়া বাড়ির পূজারী- অমল কৃষ্ণ ঘোষামীর (৪৬) বিরুদ্ধে উঠে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক ও প্রতারণার ব্যাপক অভিযোগ।
চাদঁপুর জেলার কচুয়া উপজেলার গুড়গাবাড়ীর স্থায়ী বাসিন্দা অমল কৃষ্ণ পিহর হিন্দুবাড়িতে দীর্ঘদিন ধরে পূজারির মুখোশের আড়ালে বিভিন্ন বয়সী হিন্দু নারীদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তুলে এবং আপত্তিকর ছবি ও ভিডিও বানিয়ে প্রতারনার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা বলেন–ভন্ড ও প্রতারক গুরু অমল কৃষ্ণ সাধুসন্ন্যাসী সেজে শিষ্য তৈরীর কৌশলটি ছিলো নারীদের সাথে প্রতারনা করার অন্যতম ধাপ।
ভুক্তভোগী একজন হিন্দু নারী বলেন- সে আমার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে মোবাইলে ছবি ও ভিডিও ধারন করে। আমাকে ভয়ভীতি দেখিয়ে অনেক টাকা হাতিয়ে নেয়। এবং কাউকে কিছু বললে এগুলো ফেইসবুকে ছেড়ে দিবে বলে হুমকি ধমকি দেয়।
স্থানীয় ব্যক্তিবর্গরা জানায়-আমরা ঘটনার সত্যতা পাওয়া পর সালিশের দিন ও তারিখ ধার্য্য করি। কিন্তু অমল ঐদিন রাতের গভীরে সকলের অজান্তে মোবাইল ফোন বন্ধ রেখে পালিয়ে যায়। আমরা ওর বাড়িতে গিয়ে খুঁজে না পেয়ে ঐ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে বিষয়টি অবগত করে আসি।
আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে এমন নারী লোভী প্রতারককে সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।