সারাদেশ

পাইকরাটি ইউনিয়ন ভাটগাঁও কান্দা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করতে গিয়ে দুইজন আটক

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১০:৪৫ প্রিন্ট সংস্করণ

শান্ত রহমান সুজাত জেলা স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ৩নং পাইকরাটি ইউনিয়নে ভাটগাও কান্দা থেকে অবৈধভাবে সরকারি জমি থেকে বেকু দিয়ে উত্তোলন করে

মৌলা মিয়া (৪০) পিতা আব্দুল বারেক এবং আপন (২৫) পিতা জিতেন নামে দুই ব্যক্তি ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বেকু সহ দুজনকে জব্দ করে।
মৌলা মেয়া কে দশ দিনের কারাদণ্ড এবং আপনকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন।

Author

আরও খবর

Sponsered content