মানি মোস্তফা, মিরপুর প্রতিনিধি : মিরপুর-১, রায়ানখোলা বাজারে অবস্থিত ‘রিজুভা ওয়েলনেস সেন্টার’-এ “মেডিলিড বাংলাদেশ” আয়োজন করে “বেসিক হেল্থ কেয়ার ম্যানেজমেন্ট” নামক এক কর্মশালা। উক্ত কর্মশালার বিষয়বস্তু ছিল: আই.ভি ও আই.এম ইনজেকশন পদ্ধতি, শরীরের কাটা বা ছেড়া জায়গা সেলাই, পালস নির্ণয়, ফ্লুইড ম্যানেজমেন্ট, বিপি মাপা, রক্তের স্যাম্পল সংগ্রহ এবং ও.টি.সি ড্রাগের ব্যবহার সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ।
কর্মশালায় অংশ নিয়েছে রাজধানীর প্রায় মেডিকেল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ। যাদের মধ্যে এমবিবিএস এর পাশাপাশি ছিল হোমিও, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেলের শিক্ষার্থীরা।প্রায় ৬ ঘণ্টার এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা: সানি ইবনে মোমিন(এমবিবিএস-এফএমসি, সিসিডি-বারডেম) এবং সহকারী হিসেবে হাতে কলমে প্রশিক্ষণে অংশ নিয়েছেন অভিজ্ঞ নার্স আনিসুর রহমান সুমন(ডিপ্লোমা ইন নার্সিং)। এছাড়া উপস্থিত ছিল “মেডিলিড বাংলাদেশ” এর সম্মানিত মেডিকেল শিক্ষার্থীবৃন্দ।
“বেসিক হেল্থ কেয়ার ম্যানেজমেন্ট”-এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মেডিকেল শিক্ষার্থীদের বেসিক চিকিৎসা পদ্ধতিগুলোর হাতে কলমে প্রশিক্ষণ। ২দিন ব্যাপি এই কর্মশালায় প্রায় ২ঘণ্টা ছিল থিওরিক্যাল ও বাকি সময় ছিল প্র্যাক্টিক্যাল ক্লাস। প্রতিদিনের একই ক্লাস ও পাঠ্যের বাইরে মেডিকেল মূলধারার এই প্রশিক্ষণ ব্যবস্থা ছিল মেডিকেল ছাত্রদের জন্য এক অন্যতম আকর্ষণ।শিক্ষার্থীদের ধারণা: এধরনের ক্লাস, সেমিনার, প্রশিক্ষণ তাদের পড়ালেখার বিষয়ে খুব ভালভাবে প্রভাব ফেলে। যার দরুন তাদের নিজেদের চিকিৎসাবৃত্তির প্রতি আস্থা বৃদ্ধি পায়। তারা চায় “মেডিলিড বাংলাদেশ” এর পক্ষ থেকে ভবিষ্যতে এরকম আরও কর্মশালার আয়োজন হোক।