জনপ্রিয় - নিউজ

ত্রিশালে জনপ্রিয়তা পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ২:০৩:৪৩ প্রিন্ট সংস্করণ

ত্রিশালে জনপ্রিয়তা পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান

ইউসুফ আলী, ত্রিশাল(ময়মনসিংহ) :
ময়মনসিংহ জেলায় জনপ্রিয়তা পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান
ইতোমধ্যে সোমবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় ত্রিশাল উপজেলায় ১৭৩ জন কৃষককে প্রতিজনকে তিন মৌসুমের জন্য সবজি বীজ, ভার্মি কম্পোস্ট সার , বীজ সংরক্ষণ পাত্র এবং ফলের চারা বিতরণ করা হয়েছে। এতে তাদের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করেছেন। এতে একদিনে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে,পাশাপাশি নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা।
পারিবারিক পুষ্টি বাগান করতে সার্বিকভাবে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ত্রিশাল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া রহমান বলেন, নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. নুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অছি ক্লোজড!

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুর, চান নিয়মিত নির্বাচন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮