মোঃ জালাল উদ্দীন:পাইকগাছাঃ প্রেসক্লাব পাইকগাছা এর সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছা কার্যলয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও কলামিস্ট সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। এসময়ে তিনি ক্লাবের সকল সদস্য বৃন্দদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যানে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ সহ নানা দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, কার্য নির্বাহী সদস্য মোঃ আজিজুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ শামীম আহমেদ, কার্যনির্বাহী সদস্য নুরুল আমিন পলাশ, মোঃ রফিকুল ইসলাম(রফিক) মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শাহীন হোসাইন,মোঃ আওছাফুর রহমান, এম সম্রাট, মোঃ জিনারুল ইসলাম।