প্রতিবাদ, বিক্ষোভ

বিপ্লব ধরে রাখতে না পারলে ফের ফ্যাসিবাদ পুনর্বাসন হবে

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ২:১১:৩৫ প্রিন্ট সংস্করণ

ইসমাইল ইমন চট্টগ্রাম বিভাগীয় প্রধানঃ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যেভাবে একসঙ্গে লড়ে বিপ্লব ছিনিয়ে এনেছেন, সেটি কোনভাবে ব্যাহত করা যাবেনা। কিছু ক্ষেত্রে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের আপোষ করা যাবেনা। সবাইকে ঐক্যমত থাকতে হবে। না হয়, আবারো ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)’র সভাপতি মো.শাহনেওয়াজ।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেদ মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ইঞ্জিনিয়ার ইনস্টিটউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহনেওয়াজ বলেন, ৫ আগস্ট বিপ্লবের প্রক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই সময় পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ১৮ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এই পরিবর্তন ছিল ফ্যাসিবাদ বিরোধী বিশাল ঐক্যের পরিবর্তন। যদি এই পরিবর্তন যদি ধরে রাখতে যান, তাহলে প্রতিটি পেশার ক্ষেত্রে ঐক্যের সম্প্রীতি বাড়াতে হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)’র সভাপতি মো.শাহনেওয়াজ সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন প্রেস ক্লাবের সদস্য সোহাগ কুমার বিশ্বাস।

প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, বিপ্লবের পর আইইবির নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে স্বস্তি ফিরে এসেছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে। এই ধারা অব্যাহত রাখতে হবে। অভ্যন্তরীণ অন্তর্কোন্দল না রেখে সবাইকে ঐক্যেমতের ভিত্তিতে কাজ করতে হবে।

আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খুরশেদ আলম বলেন, সাড়ে ১৫ বছর ধরে আমরা নির্বাচন করতে পারিনি। কেন্দ্রে ঢুকতেও দেয়নি। এমন নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করলে হুমকি ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতো ফ্যাসিবাদী গোষ্ঠি। তারা শুধু আইইবি নয়, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এভাবে ধ্বংস করে দিয়েছে। ৫ আগস্টের পর সেই কালো অধ্যায় পরিবর্তন হবে নতুন কমিটি গঠনের মাধ্যমে।

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম বলেন, সকল প্রকৌশলীদের একটি আস্থার জায়গা আইইবি। এখান থেকে প্রকৌশলীদের সনদ দেয়া হয়। এই পরিচয়ে এসব প্রকৌশলীরা কর্মক্ষেত্রে তাদের ক্যারিয়ার গঠন করে। সম্প্রতি দেশের রাজনৈতিক দলগুলো মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানে র এর একটি ষড়যন্ত্রের অংশ। সবাইকে সাবধানে কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে হবে। বার বার এই স্বাধীনতা আসবেনা। এটি ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— আইইবি সম্মানি সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী কাজী আরশেদুল ইসলাম, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা সদস্য গোলাম মওলা মুরাদ, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এস এম. নছরুল কদির, রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, প্রকৌশলী এমাদুল হক, প্রকৌশলী ওসমান গণি, সিরাজুল করিম মানিক, ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান শহিদুল ইসলাম, প্রকৌশলী নাসির উদ্দির চৌধুরী, প্রকৌশলী একে এম মামুনুর রশিদ, প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী সুজিৎ কুমার নন্দী, প্রকৌশলী ওহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য হাসান মুকুল

অনুষ্ঠানের শেষে আইইবির নতুন গঠিত কমিটির নেতৃবৃন্দকে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content