সারাদেশ

চট্টগ্রামে ফোন চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি: নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ২:১৪:৪৯ প্রিন্ট সংস্করণ

আরিফুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম শহরে সাম্প্রতিক সময়ে মোবাইল ফোন চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ব্যস্ততম স্থানগুলো, যেমন নতুন ব্রিজ, জিইসি মোড়, রেল স্টেশন, বাস টার্মিনাল ও মার্কেট এলাকায় এই ধরণের অপরাধ বেশি লক্ষ্য করা যাচ্ছে।

অপরাধীরা এখন আগের তুলনায় আরও সুসংগঠিত ও কৌশলী হয়ে উঠেছে। অনেক সময় মোটরসাইকেল বা রিকশায় থাকা অবস্থায় পথচারীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। আবার, গণপরিবহনে ভিড়ের সুযোগ নিয়ে পকেটমাররা সহজেই ফোন চুরি করে নিচ্ছে। কিছু ক্ষেত্রে সংঘবদ্ধ চক্র মোবাইল চুরি করে তা বিক্রির জন্য ভিন্ন জেলায় পাচার করছে।

ভুক্তভোগীদের অনেকেই অভিযোগ করেছেন যে, চুরি হওয়া মোবাইল পুনরুদ্ধারের জন্য পুলিশের কাছে গেলেও আশানুরূপ প্রতিকার পাওয়া যাচ্ছে না। কিছু ক্ষেত্রে পুলিশের নজরদারি বাড়ানো হলেও, অপরাধীরা কৌশল পরিবর্তন করায় তা প্রতিরোধ করা কঠিন হয়ে উঠেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই চক্রগুলোর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নজরদারি বাড়ানো হয়েছে। তাছাড়া, ভুক্তভোগীদের দ্রুত অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে মোবাইল শনাক্ত করে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content