দুর্ঘটনা

চট্টগ্রামে পঞ্চম বিয়ের জেরে স্বামীর মর্মান্তিক মৃত্যু

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৩:৪৪ প্রিন্ট সংস্করণ

আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের হালিশহর এলাকায় এক দাম্পত্য কলহের জেরে স্বামী হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী নুর জাহানের বিরুদ্ধে। নিহত ব্যক্তি, আলাউদ্দিন (৩৬), পেশায় একজন শ্রমিক ছিলেন এবং হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে গোপনে পঞ্চম বিয়ে করেন। এই ঘটনা জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়। পারিবারিক বিবাদ চলাকালীন একপর্যায়ে আলাউদ্দিন নুর জাহানকে তালাক দেওয়ার হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে নুর জাহান প্রতিশোধের সিদ্ধান্ত নেন।

শনিবার গভীর রাতে, হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় আলাউদ্দিন ঘুমিয়ে থাকা অবস্থায় নুর জাহান ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হালিশহর থানার ওসি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজন আসামি নুর জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের প্রাথমিক তদন্তে দাম্পত্য কলহ এবং বিশ্বাসঘাতকতাকেই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের মাধ্যমে পুরো ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content