এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উভয় সভাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, অধ্যক্ষ প্রফেসর সমারেশ রায়, ওসি মোঃ সবজেল হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, ডিজিএম ছিদ্দিকুর রহমান তালুকদার, মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম গাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা ফুড অফিসার হাসিবুর রহমান, প্রধান শিক্ষক (দায়িত্ব) মো. আব্দুল ওহাব, জিএম জাকারিয়া, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, জাহাঙ্গীর আলম সানা, আব্দুল্লাহ সরদার, ইউনুস মোড়ল, খোরশেদুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।