কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি গোলাম মোর্শেদ, সম্পাদক আজমল হোসেন ,,

মোঃ মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি ,,নড়াইলের কালিয়া প্রেসক্লাবের ২০২৫-২০২৭ সালের জন্য ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৫টায় প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি গোলাম মোর্শেদ শেখ (দৈনিক দিনকাল) এবং সাধারণ সম্পাদক এস এম আজমল হোসেন (দৈনিক অভয়নগর) নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি: এস এম মাছুমু রহমান (আমার দেশ),
সহ- সভাপতি
মোঃ মাহফুজুর রহমান ( দৈনিক বিকাল বার্তা), মনিরুজ্জামান চৌধুরী ( দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক গণজাগরণ )। যুগ্ম সাধারণ সম্পাদক: রাসেদ কামান (আজকের পত্রিকা), কাজী শরিফুল ইসলাম (কালবেলা), খাইরুল ইসলাম চৌধুরী (এনটিভি)। সাংগঠনিক সম্পাদক: মোঃ আলমগীর হোসেন (আমার সংবাদ)। সহ-সাংগঠনিক সম্পাদক: চৌধুরী জুয়েল রানা (বাংলার দূত, এস টি বাংলা)। অর্থ সম্পাদক: এস এম সাফায়েত হোসেন (যুগের সাথী)। সহ-অর্থ সম্পাদক: মোঃ রাসেল শেখ (ভোরের কাগজ)। দপ্তর সম্পাদক: মোঃ উজ্জ্বল শেখ (খুলনার টাইমস)। সহ-দপ্তর সম্পাদক: মোঃ আল ইমরান শেখ (দৈনিক অভয়নগর)। প্রচার-প্রকাশনা সম্পাদক: মোঃ বাবলু মল্লিক (দৈনিক খুলনা অঞ্চল)। সাহিত্য বিষয়ক সম্পাদক: মামুন মোল্লা (দৈনিক জনতা)। সমাজ কল্যাণ সম্পাদক: রিপন বিশ্বাস (লাখো কণ্ঠ)। গ্রন্থাগার সম্পাদক: মোঃ রাশেল শেখ (দেশ প্রতিদিন)। সহ-গ্রন্থাগার সম্পাদক: মোছাঃ বিনদিয়া খানম (নোয়াপাড়া)। ক্রীড়া সম্পাদক: এস এম মাহিদুল ইসলাম (গণতদন্ত)। সহ-ক্রীড়া সম্পাদক: মোঃ হাসিবুর রহমান মল্লিক (এস টি বাংলা টিভি)।

কার্যনির্বাহী সদস্য: শরীফ নাসির আহম্মেদ, দৈনিক ওশান, মোঃ আফজাল হোসেন (গ্রামের কাগজ), কওসার মোল্লা (অর্নিবান), মোঃ করিরুল ইসলাম (দেশের কণ্ঠ), জুয়েল শরীফ (বাংলাদেশ সমাচার), এস এম ইজাজুল হক (দৈনিক সমকাল), মোঃ রাসেল মোল্লা, দৈনিক প্রবাহ, মোঃ মামুন হাচান (দৈনিক আলোর জগত, দৈনিক বাংলার দূত, নড়াগাতী সংবাদ। নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ, ও বিভিন্ন পেশাজীবি সংগঠন ।

Author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *