সারাদেশ

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৫৮:৩৩ প্রিন্ট সংস্করণ

 জালাল উদ্দীন,পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারের পার্শ্ববর্তী পালপাড়া এলাকায় নিম্নমানের গুড় তৈরির অভিযোগের ভিত্তিতে কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসময়ে দু’জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা থাকায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর অধীনে পৃথক দুটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও বিভিন্ন দোকানে ক্রয় রশিদ মূল্য তালিকা যাচাই করা সহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সফরসঙ্গী ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান সহ পুলিশ সদস্য বৃন্দ।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে৷

    View all posts

আরও খবর

Sponsered content