মানববন্ধন / সম্মেলন

বাংলাদেশ প্রেস ক্লাব সাংবাদিকদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে;নান্দাইলের সম্মেলনে ফরিদ খান

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৩:১২ প্রিন্ট সংস্করণ

মকবুল হোসেন,ময়মনসিংহ প্রতিনিধিঃ  অধিকারবঞ্চিত ও নিপীড়িত সাংবাদিকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুস্পষ্ট ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের রন্ধ্রে রন্ধ্রে যেসব অপকর্ম ও দুর্নীতি হচ্ছে সেগুলো নিজেদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

“জনস্বার্থে সাংবাদিকতা , সাংবাদিকতায় নিরাপত্তা…. জাগো”এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক মীর মোঃ খালেদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব খাইরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা আক্তার।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলার আহ্বায়ক আব্দুল হান্নান আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা,আবু তাহের সাগর , নান্দাইল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন,। আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও গফরগাঁও

উপজেলা শাখার সভাপতি সাংবাদিক বেলাল আহমেদ, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম  সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

Author

আরও খবর

Sponsered content