দুর্ঘটনা

উলিপু‌রে ট্রাক্টরের লাঙলে কাটা প‌ড়ে প্রাণ গেল যুবকের

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ২:০৪:২৩ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের লাঙলে কাটা পড়ে প্রকাশ চন্দ্র (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ০১:০ ঘটিকায় উপজেলার গুণাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে এ ঘটনা ঘটে। প্রকাশ চন্দ্র ওই গ্রামের মৃত তারাপদ চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত প্রকাশ চন্দ্র ট্রাক্টর চালানো শেখার জন্য প্রতিদিন ট্রাক্টরের ড্রাইভারের পাশে বসিয়ে চালানো শিখতেন আজও এখানে বাদাম গারার জন্য জমিতে হাল চাষ করতে এসে প্রকাশ চন্দ্র ওই গাড়িতে বসে ড্রাইভারি শিখতে এসে তার অসাবধানতা বসত, তার পরনের লুঙ্গি গাড়ির নাঙ্গলের ফলে আটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, একই এলাকার মোজাম্মেল হক মোজা মিয়ার ট্রাক্টর দিয়ে নন্দুনেফরা গ্রামের তিস্তা নদীর চরে জমি চাষ করার সময় নিহত প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে বসে ছিলেন। এ সময় অসাবধানতা বশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে লাঙলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধারের জন্য চেষ্টা করে তাদের হাতে, গাড়ি খোলার সরঞ্জাম না থাকায় তারা ব্যর্থ হয়ে চলে যায়, পরে ওই গাড়ির শোরুমের লোকজন এসে, প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করেন ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এ বিষয়ে নিহতের পরিবার এসে, নিহত প্রকাশ চন্দ্র বর্মনের চাচা, রামনাথ চন্দ্র রায়, স্বাক্ষরিত অভিযোগ পত্র দিয়েছেন, সেখানে উল্লেখ করেন, আমরা পারিবারিকভাবে সমাধান হয়েছি অতএব আমার কোন অভিযোগ নেই, এটা অপমৃত্য ।

Author

আরও খবর

Sponsered content