বাংলাদেশ

অভয়নগরে ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচনী ভোট কমিটি গঠন।

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৮:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি ): আজ ২৮/২/২৫ ইং রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন এর মধ্যপুর গ্রামের ৮ নং ওয়ার্ডে মধ্যপুর সরকারি প্রাথমীক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়েত ইসলামের উদ্দোগে নির্বাচনী ভোট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটি গঠনে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জামায়েত ইসলামের যুব বিভাগের সভাপতি জনাব মাসুদ রানা, বাংলাদেশ জামায়েত ইসলামের ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া,যুব বিভাগের জনাব মামুন বড়ুয়া,ও সাধারন সম্পাদক জনাব মাহাবুব, এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্নপদে দ্বায়িত্বে থাকা জনাব আলমগীর, মামুন, কামরুল, নোমান,ইয়াসিন,ইদ্রিস আলি,বোখারী,লোকমান, ও ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন এর যুব বিভাগের প্রচার ও মিডিয়া সম্পাদক এবং ৮ নং ওয়ার্ডে এর যুব বিভাগের দ্বায়িত্বরতো মাহাদী হাসান মেহেদী,
উক্ত কমিটিতে দ্বায়িত্ব প্রাপ্ত পদ লাভ করেন কেন্দ্র পরিচালক আলোমগীর কবির,কেন্দ্র সেক্রেটারি সচিব ইদ্রিস আলী, প্রধান পোলিং এজেন্ট মামুন হোসেন, নির্বাচন কমিটির গ্রাম/ মহল্লা সভাপতি নোমান হোসেন ও আজানুর মোল্লা, সেক্রেটারি এনামুল হোসেন,ও বেলাল হোসেন,শ্রমিক সংগঠনের দ্বায়িত্বশীল মো ইকবল হোসাইন,যুব বিভাগের মাহাদী হাসান মেহেদী।উলামা সংগঠনের দ্বায়িত্বশীল আবুল কালাম আজাদ,
খুব সুন্দর ও সুষ্ঠ পরিবেশে আজকের আলোচনা সমাপ্ত করেন মো মাসুদ রানা উপজেলা যুব বিভাগ সভাপতি।

Author

আরও খবর

Sponsered content