সারাদেশ

বীরগঞ্জে চুরি, ছিনতাই রোধে পুলিশের সাড়াশি অভিযান

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ১০:৪৬:৪১ প্রিন্ট সংস্করণ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ :দিনাজপুরের বীরগঞ্জে চুরি ছিনতাই রোধে দিবারাত্রি পুলিশের সাড়াশি অভিযান, এক রাতেই চিহ্নিত ৬ চোর গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বীরগঞ্জ থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুরের নেতৃত্বে ও দিক নির্দেশনা চৌকস পুলিশ অফিসারদের সহযোগিতায় গতকাল ২ মার্চ’২০২৫ রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি মামলার আসামী, কাহারোল উপজেলা রামপুর ঘনপাড়ার নিপেন চন্দ্র দাসের ছেলে কমল বাবু দাস (৩০), মধ্য ভোগডমার মকবুল হোসেনের ছেলে ফারুক হোসেন ও আঃ মজিদের ছেলে আমিনুল(২৫), (২৪) চাকাই গ্রামের কাসেম আলীর ছেলে শাহিন আলম (২০), রাজীবপুরের শুকুর আলীর ছেলে জহুরুল (৩০) এবং বেলতলী বাজার এলাকার সুরুজ আলীর ছেলে সুমন (২২) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানে অংশ নেন এসআই শরিফুল ইসলাম, এএসআই সিরাজুল আওলাদ সুমন, মোহাম্মদ আলীসহ পুলিশ ফোর্স।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান অনাকাঙ্ক্ষিত চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারকৃতরা সবাই চুরি মামলার অভিযুক্ত।

তিনি ছিসকে চুরিসহ যে কোন ধরনের চুরি ছিনতাই দমন করতে সকলকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান করেছেন।

Author

আরও খবর

Sponsered content