সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি): সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোসারফ হোসেন আশিক আর নেই( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ই মার্চ রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক ৬ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৫৫ বছর। উনার মৃত্যুতে মধ্যনগর রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে। উনি এক স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উনার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ শোক জানিয়েছে। উনার জানাযার নামাজ আগামীকাল উনার নিজ গ্ৰাম দুগনই মাঠে অনুষ্ঠিত হবে।জানাজার সময় পরবর্তীতে জানানো হবে।