অভিযান

আনোয়ারা উপজেলার প্রশাসন রমজানের বাজার মনিটরিং করে তিন দোকান মালিক জরিমানা

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৪:১২:০১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজাঃ আজ ০৫/০৩/২০২৫ খ্রি. তারিখ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে জয়কালী বাজার, আনোয়ারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব তাহমিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আনোয়ারা, চট্টগ্রাম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৩ টি মামলায় মোট ৯০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে স্যানিটারী ইন্সপেক্টর(ভারপ্রাপ্ত), আনোয়ারা, চট্টগ্রাম জনাব মো: আবদু জব্বারসহ সংশ্লিস্ট সকলে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Author

আরও খবর

Sponsered content