অনুসন্ধান

ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক হত্যা মামলায় গ্রেপ্তার

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৮:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ঢাকা-২০ধামরাই আসনের সাবেক এমপি এম এ মালেককে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) দিনগত রাতে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার ৪টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেন আশুলিয়া থানা পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির।

 

এম এ মালেক ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের রশ্মিমপুর এলাকার বাসিন্দা।

 

জানা যায়, এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১৪ সালে ভোটবিহীন (সিলেকশনে) সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করলেও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের কাছে পরাজিত হন। তিনি বর্তমানে রাজধানী মিরপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।

 

গ্রেপ্তারের বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি ছাত্র-জনতার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী এম এ মালেককে মিরপুর এলাকায় আছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতা হত্যা ৪টি মামলা রয়েছে। সকালে তাকে পুলিশ বেনে করে করে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Author

আরও খবর

Sponsered content