বাংলাদেশ

ময়মনসিংহে কুখ্যাত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৫ , ১২:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযানে ৫ মার্চ (বুধবার ২০২৫) দিবাগত রাতে শহরের তিন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনই শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন আর.কে.মিশন রোডের ছালামের ছেলে মোবারক হোসেন মুন্না (৩৫), বাশঁবাড়ি কলোনির কাশেম আলীর ছেলে শরীফ আলী (৩৭), ও পুরোহিত পাড়ার বাবুলের ছেলে অনিক মিয়া (২৪)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা সবাই শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের জন্য পরিচিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোবারক হোসেন মুন্নার বিরুদ্ধে ১২টি, শরীফ আলীর বিরুদ্ধে ১১টি এবং অনিক মিয়ার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এই তিনজন দীর্ঘদিন ধরে একসঙ্গে ছিনতাই চক্র চালিয়ে আসছিলেন।

ডিবি পুলিশের ওসি আবুল হোসেন জানান, ‘‘তারা সবাই চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তারা একটি শক্তিশালী চক্রের অংশ। তদন্ত চলছে, আশা করি তাদের মাধ্যমে আরও তথ্য পাওয়া যাবে এবং চক্রটির অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা হবে।’’

পুলিশের এ অভিযানকে ময়মনসিংহ শহরের বাসিন্দারা স্বাগত জানালেও তারা আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে, যাতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়।

Author

আরও খবর

Sponsered content