বাংলাদেশ

মধুপুরে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৫ , ১২:৫৫:০৬ প্রিন্ট সংস্করণ

বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর পৌর শহর এলাকা থেকে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার(৬ মার্চ) সকালে পৌর শহর এলাকার মধুপুর প্রেসক্লাব রোডের দেবের চরা নামক স্থান থেকে রফিজ উদ্দিন (৫৫) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করে।

রাস্তার পাশে চরার মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা মধুপুর থানায় খবর দেয়, পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রফিজ উদ্দিন আউশনারা ইউনিয়নের মোটের বাজার এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে।

নিহতের মেয়ের জামাই আবু সাইদ সাংবাদিকদের জানান, আমি এবং আমার শ্বশুর একসঙ্গে বসে ইফতার করি। এর পর তার সাথে আর আমার  যোগাযোগ হয়নি।

নিহতের শ্যালক হাসান আলী সাংবাদিকদের জানান, তার ভগ্নিপতি পেশায় একজন সিএনজি চালক। তার সাথে কারো কোনো বিরোধ ছিল না। কী কারণে তার মৃত্যু হলো তা বোধগম্য নয়।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

Author

আরও খবর

Sponsered content