সারাদেশ

ডেভিল হান্টে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী ২ নেতা গ্রেফতার 

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৯:০২:১৬ প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :   ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সদর উপজেলাস্থ ৮ নং নাটাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি চাঁন মিয়া এবং জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হালিম শাহ লিল মিয়াকে তাদের নিজ এলাকা ভাটপাড়া ও নাটাই থেকে আশিক হত্যা মামলায় গ্রেফতার করেছেন পুলিশ। গণ অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এরমধ্যে আশিক হত্যা মামলা অন্যতম। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে নিজ এলাকার আলেম উলামা সহ সাধারণ জনগণকে মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নেন অনেক টাকা। নিরপরাধ ব্যক্তিদেরকে মামলা দিয়েও ফাঁসিয়ে দিতে দ্বিধাবোধ করেন নি। জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সদরে স্থানীয় এমপিকে পাশ করানোর জন্য তাদের অপতৎপরতা ছিলো চোখে পরার মতো। এছাড়াও গণ অভ্যুত্থানের সময় আওয়ামীলিগের পক্ষে তাদের জোড়ালো ভুমিকা ছিলোও বলে জানা যায়।

 

এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসাইন জানান, অপারেশন ডেভিল হান্টে আওয়ামী দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এ অভিযান নিয়মিত চলমান থাকবে।

Author

আরও খবর

Sponsered content