বাংলাদেশ

নাজিরপুরে ষড়যন্ত্রমুলক অভিযোগ তুলে বিএনপি নেতাকে বহিষ্কারের; প্রতিবাদে গনমানববন্ধন

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৬:৩৬:৩৩ প্রিন্ট সংস্করণ

প্রান্ত মিস্তী, নাজিরপুর প্রতিনিধি;  পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনের দলীয় পদ থেকে বহিষ্কারকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অভিযোগ তুলে বহিষ্কার করায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে ৭ মার্চ (শুক্রবার) বিকাল ৩টায় নাজিরপুর উপজেলার তারাবুনিয়া বাজার এলাকায় বিশাল গণমানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করে। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করা শাহীনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক চক্রান্তের শিকার করা হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

 

এসময় পিরোজপুর জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা বলেন, “আগামী ১২ তারিখের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে, কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

উল্লেখ্য, গত ৩ মার্চ রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের একটি আয়রন ব্রিজের রড চুরির অভিযোগে জেলা বিএনপির সদস্য সচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরদার সাফায়েত হোসেন শাহীনকে বহিষ্কার করা হয় । তবে স্থানীয় নেতাকর্মীরা এ অভিযোগ মিথ্যা দাবি করে তার দ্রুত পুনর্বহালের দাবি জানায়।

Author

আরও খবর

Sponsered content