আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ কমপক্ষে ৩৫-৪০ জন আহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ ২৫) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক ও পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ওই ঘটনাটি ঘটে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, এল স্কয়ার লিমিটেড নামের কারখানার শ্রমিকরা ৬ দফা দাবিতে সোমবার (১০ মার্চ ২৫) দুপুর একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন এবং বিক্ষোভ মিছিলসহ অবস্থান নেন। এতে, মাহসড়কের ওই স্থানে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। পরে, কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে শ্রমিকদের ৫ দফা দাবি মেনে নেয়ার কথা জানায়। কিন্তু শ্রমিকরা মহাসড়কে অস্থান করতে থাকেন। একপর্যায়ে শ্রমিক-পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে, শিল্প পুলিশের এসপি, এএসপিসহ ১৩ পুলিশ সদস্য এবং কমপক্ষে ৩০ শ্রমিক আহত হন।
শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, এল স্কয়ার পোশাক কারখানার শ্রমিকেরা ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করলে কারখানা কর্তৃপক্ষ পাঁচ দাবি মেনে নেয়। কিন্তু কারখানায় কোনো শ্রমিক এক বছর কর্মরত না থাকলে ঈদ বোনাস প্রাপ্য হবেন না, এমন তথ্য জানার পর শ্রমিকেরা সড়কে শুয়ে পড়েন। অন্যায্য শর্তের প্রতিবাদ জানান তাঁরা।
আবদুল্লাহ আল মাহমুদ বলেন আরও বলেন, শ্রমিকদের অবস্থানের কারণে জনভোগান্তির সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। বেলা সাড়ে তিনটা পর্যন্ত থেকে থেকে ধাওয়া–পাল্টাধাওয়া চলে। এতে আমিসহ ১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে আমরা বাধ্য হয়ে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছি।