ওসমানীনগর প্রতিনিধি: আখলু খাঁনঃ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, ফ্যাসিস্টের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন যায়গায় রয়ে গেছে। তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, দেশে ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। প্রশাসন দিয়ে কোন কাজ হচ্ছে না, আমরা দেখছি বিভিন্ন সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সব জায়গায় তাদের স্থবিরতা। কারন পূর্বে যারা দলীয় লেজুড়বৃত্তিক করেছে, আগের সরকারের চাটুকারিতাসহ কথায় কথায় উঠছে বসছে। এর সঙ্গে আছে সেই ফ্যাসিবাদের পেদাত্মারা। এরা ষড়যন্ত্র করছে, বিভিন্ন ধরনের দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আছে। তাদের পক্ষে মাঠ পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না, তারা এটা পারছে ও না।
লুনা বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্টের যে সমস্ত দোসররা ছিলো তারা এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েগেছে। এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেই অস্থিতিশীল পরিবেশ থেকে বের হওয়ার একটাই মাত্র উপায় সেটি হচ্ছে নির্বাচন।
আর নির্বাচনের মাধ্যমে যদি একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রশাসনের সর্বস্তরের একটি পরিবর্তন সম্ভব হবে। ওসমানীনগরে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
(১০ মার্চ) সোমবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার উচ্চ বিাদ্যালয়ে যুক্তরাজ্য যুবদল নেতা আবুল কালাম সরকারের আর্থিক সহায়তায়
এবং দয়ামীর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, দয়ামীর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক বেলাল আহমদের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এবং দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেদ খাঁন, সহ-কোষাধ্যক্ষ সোহেল আহমদ দলা, দয়ামির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আহমদ, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, আকিক চৌধুরী, সদস্য আবুল কালাম, মুকিদ মিয়া, মনসুর মিয়া, যুবদল নেতা সামছুর রহমান, ফজলুল হক মিনু, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি খসরু মিয়া, যুগ্ম সম্পাদক সুমন আহমদ, প্রচার সম্পাদক দিলাওর হোসেন, কবির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আজির উদ্দিন প্রমূখ।
এসময় প্রায় তিন শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।