অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার 

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ১:১৯:৩১ প্রিন্ট সংস্করণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়ার মাদক কারবারি শামসুদ্দীন কালু (৫০) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭ টার সময় আসামির বাড়ীর সামনে দেহ তল্লাশী করে তাকে আটক করা হয়।

ডিএনসি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় জেলা কার্যালয়ের (ক-সার্কেলের) পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক টিম জেলার বারঘোরিয়া ইউনিয়নের নতুন বাজার নীল কুঠীর মাঠ গ্রামের মৃত আব্দুল বাসেদ বিসুর ছেলে শামসুদ্দীন কালু (৫০) কে নিজ বাড়ীর প্রবেশ গেইটের সামনে ঘেরাও করে তার দেহ তল্লাশী করে ব্যাগের মধ্যে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনাস্থল হতে আসামী শামসুদ্দীন কালু কে গ্রেফতার করা হয়। আসামি জিজ্ঞাসাবাদে ফেনসিডিল ব্যবসার কথা স্বীকার করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content