মানববন্ধন / সম্মেলন

আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ১:২৩:০৫ প্রিন্ট সংস্করণ

আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারীঃ মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারী কিশোরগঞ্জে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) দুপুর ৩ টায় শহরের কবি নজরুল বিদ্যাপিঠের সামনে সাধারণ শিক্ষার্থী আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়ার ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠক আব্দুল কাইয়ুম,সেঁজুতি আক্তার, জান্নাতুল ফেরদৌসী,মারীয়া আক্তার মিম, সোহাগ ইসলাম, উম্মে নিশাত,দানোবির আহমেদ, আরমান আসিফ সহ প্রমুখ। পরে উপজেলা প্রশাসক মোছা: মৌসুমি হকের কাছে স্মারকলিপি জমা দেন।

Author

আরও খবর

Sponsered content